টিকটকে চালু হলো ১০ মিনিটের ভিডিও

২ মার্চ, ২০২২ ০১:২৪  
শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে চালু হলো ১০ মিনিটের ভিডিও সুবিধা। ফলে এখন থেকে টিকটক ব্যবহারকারীরা ১০ মিনিট পর্যন্ত দৈর্ঘ্যের ভিডিও শেয়ার করতে পারবেন। সোমবার থেকে এ সুবিধা চালু করেছে বাইটড্যান্স মালিকানাধীন কোম্পানিটি। খবর টেকক্রাঞ্চ। এক বিবৃতিতে টিকটকের এক মুখপাত্র জানান, ১০ মিনিটের বেশি সময়ের ভিডিও আপলোডের সুবিধা চালু করতে পেরে আমরা আনন্দিত। নতুন এই সুবিধার ফলে বিশ্বব্যাপী কনটেন্ট নির্মাতা আরও সৃজনশীল বিষয়ে ভিডিও তৈরি করতে পারবেন। এক মিনিটের ভিডিও দিয়ে টিকটকের যাত্রা শুরু হয়। এরপর গতবছর প্ল্যাটফর্মটিতে তিন মিনিটের ভিডিও সুবিধা চালু করে। মূলত ইউটিউবসহ অন্যান্য ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মগুলোর সাথে টেক্কা দিতে ও বিজ্ঞাপন আয় বাড়াতে নতুন এই সিদ্ধান্ত নিয়েছে টিকটক। গত কয়েক মাস ধরে নতুন সুবিধাটি চালু করতে পরীক্ষা চালিয়েছে টিকটক। প্রথমদিকে পাঁচ মিনিটের ভিডিওর কথা শোনা গেলেও অবশেষে ১০ মিনিটের ভিডিও আপলোড সুবিধা চালু হলো। ডিবিটেক/বিএমটি